জেলা সমবায় কাযালয়, কক্সবাজার এর ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের পরিচালনায় প্রতি মাসে ৩টি উপজেলা করে বছরে মোট ৩৬টি ভ্রাম্যমান সমবায় সমিতি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষন কোর্স আয়োজন করা হয়। প্রশিক্ষণের জন্য উপজেলা সমবায় কর্মকর্তাগণ সমবায় সমিতির সদস্য মনোনয়ন করেন। সংশ্লিষ্ট উপজেলা সমবায় কাযালয়ে যোগাযোগ করে এরূপ প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ প্রদান করা হল।
বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফেনীতে সমবায়ীদের জন্য প্রশিক্ষণ তালিকায় উল্লেখিত কম্পিউটার, ইলেক্ট্রনিকস, সেলাইসহ বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট উপজেলা সমবায় কার্যালয়ে যোগাযোগ করে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করা হল।