১) ২০২১-২২খ্রি. নিরীক্ষা বর্ষে দাখিলকৃত নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে নিরীক্ষা ফি, ভ্যাট ও সমবায় উন্নয়ন তহবিল ধার্য তালিকা প্রণয়ণ কার্যক্রম চলমান আছে।
২) ২০২৩-২৪খ্রি. বর্ষের নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন কার্যক্রম চলমান আছে।
৩) ২০২২-২৩খ্রি নিরীক্ষা বর্ষের জন্য নিরীক্ষা বরাদ্দ প্রণয়ন কাজ চলমান।
৪) অকার্যকর ও নিস্ক্রীয় সমবায় সমিতি চিহ্নিত করণ কাজ চলছে।
৫) মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে ১৯টি ভবনে ১৯টি সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়েছে এবং উক্ত সমবায় সমিতি সমূহের প্রতি সদস্যকে ১৫,০০০/-টাকা করে ঋণ প্রদানের প্রকৃয়া অব্যাহত রয়েছে।
৬) খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে মোট ১৩৮টি ভবনের মধ্যে ইতিপূর্বে ১৯টি ভবন নির্মাণ করা হয়েছিল। অবষ্টি ১১৮টি ভবন নির্মাণ কাজ শেষের পথে। অবশিষ্ট ১১৮টি ভবনে বসবাসকারী লোকজন চলে আসলে ভবন ভিত্তিক প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হবে।
৭) ২০২৩-২০২৪ আর্থিক সনে সমবায়ীদের নিয়ে বিভিন্ন ট্রেডে ০৪টি ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস